রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় হাটে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আমিনুর ইসলাম (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আমিনুর ইসলাম উপজেলার পলাশতলী পশ্চিমপাড়া এলাকার মৃত জমসের আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
বুধবার বেলা ১১টায় উপজেলার অলিপুরা ইউনিয়নের সাহেবনগর পশ্চিম পাড়া মোড়ে অঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে হাটে সবজি বিক্রি শেষে একটি অটোরিকশায় করে উপজেলা সাহেবনগর পশ্চিম পাড়া মোড়ে সড়কে এসে নামেন আমিনুর। পরে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে রটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে স্বজন ও ট্রাক্টরের চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভে ফুঁসে ওঠে ট্রাক্টরের চাকাগুলো পানচার করে করে ভিক্ষোভ করে। অবৈধ মালবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহতের ঘটনায় ক্ষোভ জানিয়ে, দ্রুত এসব যান বন্ধ করাসহ চালকের শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
নিহতের চাচাতো ভাই দুলাল মিয়া জানান, সকালে শিবপুর উপজেলার যোশর বাজার সবজি বিক্রি করতে যান তিনি। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে পথেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, পথে তার ভাইয়ের মৃত্যুর পর গাড়ি থেকে কৌশনে নেমে পালিয়ে যান ওই ট্রাক্টরের চালক। অবৈধ মালবাহী ট্রাক্টরের জন্য সড়কে অনেক প্রাণ ঝরছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করবো।
রায়পুরা থানার উপপরিদর্শক এসআই দীপঙ্কর দাশ বলেন, চাকা পান্কচারের কারণে পুলিশের পক্ষে ট্রাক্টরটি থানা হেফাজতে আনা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত নেওয়া হবে।
Leave a Reply