ইটনা প্রতিনিধিঃ
‘তাকেদা ফার্মাসিউটিক্যালস’ এর অর্থায়নে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় ও পপি এর উদ্যেগে Advancing the Leadership of Women and Girls Towards Better Health and Climate Change দিশারী প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের হলরুমে অবহিত করন সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেীধুরী কামরুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, বড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, রাজেন্দ্র আশালতা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু রায়, পপির প্রজেক্ট কো-অর্ডিনেটর অঞ্জন চাকমান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন। সভার সঞ্চালনা করেন প্রজেক্ট এর ফিল্ড অঠিসার দেবাশীষ কুমার ঘোষ।
Leave a Reply