এম এ আকবর খন্দকারঃ-
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অংশীদারিত্বে, বৃটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায়, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) কিশোরগঞ্জ আয়োজনে জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহাষ্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।
ডিপিএফ সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য মোঃ বাহার উদ্দিন।
সংগঠনের সেক্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম, করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের ভূঞা।
আলোচনায় অংশগ্রহণ করেন সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক,জঙ্গলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুদ্দিন আহমেদ লেলিন,পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা হক প্রমূখ।
সভায় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-অভিবাবক, গণমাধ্যম কর্মী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।
বক্তারা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে বিদ্যালয় গুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার, শিক্ষকদের পাঠদান বহির্ভূত বিভিন্ন কার্যক্রম থেকে যথা সম্ভব বিরত থাকা, শিক্ষকদের শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলা, বিদ্যালয় পরিচালনা কমিটির ইতিবাচক পরিবর্তন আনা,কোচিং বাণিজ্য বন্ধ, এসএমসি, পিটিএ সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, বিদ্যালয়ের সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম বৃদ্ধি করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠান কমিউনিকেশনে ছিলেন ডিপিএফ সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী, সদস্য এম এ আকবর খন্দকার, মোঃ শাহীন মিয়া। স্টেক হোল্ডারদের সভা মনিটরিং করেন পিফরডি প্রকল্পের সিলেট বিভাগের আঞ্চলিক কো-অর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া।
Leave a Reply