এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবের স্বনামধন্য বিদ্যাপিঠ নর্থ সাউথ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নর্থ সাউথ স্কুলের সাংস্কৃতিক অঙ্গন উন্মিলন ললিতকলা একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতী সন্তান আমেরিকার নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসের তারা আলো সংগঠনের প্রেসিডেন্ট মিনা ইসলাম।
নর্থ সাউথ স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয় এ্যথলেট, দ্রুততম মানব ও চ্যাম্পিয়ন আয়কর আইনজীবি মোঃ সালমান জুয়েল রহমান, নর্থ সাউথ স্কুলের সাবেক সভাপতি মাহফুজা রিতা প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্কুলের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নর্থ সাউথ স্কুলের সাংস্কৃতিক অঙ্গন উম্মিলন ললিতকলা একাডেমির পরিচালক এমদাদুল হক সোহেলের সঞ্চালনায় শিশু শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান টিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মিনা ইসলামকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply