মোস্তাফিজ আমিন॥
ভৈরবে ৬ কেজি গাঁজাসহ জাহানারা বেগম (৫০) ও শান্তা আক্তার মাহমুদা (২২) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাহানারা বেগম ও শান্তা আক্তার মাহমুদাকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহানারা বেগম শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজীরকান্দি গ্রামের জিয়ারুলের স্ত্রী এবং শান্তা আক্তার মাহমুদা একই জেলা-উপজেলার গঙ্গানগর গ্রামের রাব্বী আহমেদের স্ত্রী।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যা›ড এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই নারীদের আটক করেন। পরে তাদের তল্লাশী করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply