কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর গ্রামে আলহাজ্ব তাজমহল খান মডেল হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ সদর -হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি।
সোমবার(২৭ ফেব্রুয়ারি)সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ এর অর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনাল ২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট আলহাজ্ব আতিউর রহমান খান, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ ৷
পরে বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা প্রধান অতিথি সংসদ সদস্যের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ৷ এ সময় অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷
পরে সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করেন ৷
Leave a Reply