অজয় সাহা, বিশেষ প্রতিনিধি:
২০২২-২০২৩ অর্থ বছরের তেলজাতীয় বীজ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তির গ্রাম সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ নয়াহাটি আবু সিদ্দিক ভূঞা হাফিজিয়া মাদ্রাসার মাঠে প্রযুক্তির গ্রাম সরিষা প্রদর্শনীর মাঠ দিবসে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলনায় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ জসিম উদ্দিন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের নরসিংদীর উপ-পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষিকর্তা মনিরুজ্জামান, রায়পুরা উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য খালেদা পারভীন, কৃষক নজরুল ইসলাম ভূঞা, লিয়াকত আলী, আসাবুদ্দিন, আব্দুর রহমান ও কৃষাণী নিলীমা আক্তার আল্পনা প্রমূখ।
প্রকল্পের মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উৎপাদন উদ্দীপনা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত কৃষকদের প্রকল্পের আওতায় আড়িয়াল খা নদীর তীরবর্তী সরিষা চাষিদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply