অজয় সাহা,বিশেষ প্রতিনিধি:
নরসিংদী ৫ (রায়পুরা) আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার দেশটা আমাদের সবার। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে মিশে দেশটা আমাদের। এই দেশের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির আমলে হিন্দু সম্প্রদায়ের পুজা করার সুযোগ ছিলো না। বর্তমান সরকারের সময়ে প্রত্যেকে প্রত্যেকের উৎস পালন করছে। আওয়ামীলীগ সরকার তাদের সার্বিক সহযোগিত দিয়ে যাচ্ছে। আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সকলের সহযোগিতা চান তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাতে রায়পুরার ঐতিহ্যবাহী রায়পুরা থানা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্টানে মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ভক্তদের তিনি এসব কথা বলেন।
এরপর তিনি মন্দিরের ৩৭ তম প্রহরব্যাপী নামযজ্ঞ ও অষ্টম প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিদর্শন করেন।অনুষ্টান উদ্বোধন করেন রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা।
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী লায়লা কানিজ লাকি, বাবু মানিক কে ভট্টাচার্য, বাবু দিপু ভৌমিক, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূইয়া মাসুদ ও সাধারণ সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, চেয়ারম্যান আতাউর রহমান, হাবিবুল্লাহ হাবিব, উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু সংকর দত্ত, পৌর কাউন্সিলর শাহেদ আলী ভুট্টো প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাবু প্রদীপ কুমার বিশ্বাস।
Leave a Reply