বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় মাহমুদাবাদ রাজি উদ্দিন আহমেদ রাজু উচ্চবিদ্যালয় ও কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ই মার্চ) দিন ব্যাপি অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় সংগীত, মশাল দৌড়, কুচকাওয়াজ, ছেলে মেয়েদের বিভিন্ন খেলা-ধুলাসহ বেশ কয়েকটি ইভেন্ট তুলে ধরে শিক্ষার্থীরা, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি’কে ফুলের শুভেচ্ছা জানিয়ে দলীয় জারীগান পরিবেশন করে শিক্ষার্থীরা।
এতে সভাপতিত্ব করেন মাহমুদাবাদ রাজি উদ্দিন আহমেদ রাজু উচ্চবিদ্যালয় ও কলেজ ম্যানাজিং কমিটির সভাপতি মাহবুবা খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, বিশিষ্ট শিক্ষানুরাগী কল্পনা রাজু, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমীন ভূইয়া মাসুদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহি, এত্র প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক ফারুক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply