নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং খাদ্যদ্রব্যে ভেজাল রোধে ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জনসাধারণের ক্রয়ক্ষতার মধ্যে সহনশীল পর্যায়ে রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির।
আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং খাদ্যদ্রব্যে ভেজাল রোধে ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জনসাধারণের ক্রয়ক্ষতার মধ্যে সহনশীল পর্যায়ে রাখতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি’র সভাপতি এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক আলাল উদ্দিন প্রমূখ।
তাছাড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি র অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্য নকল, ভেজাল,ওজনে কম,কৃত্রিম সংকট তৈরী করে মূল্যবৃদ্ধি করা, খাদ্যে রং মিশানোসহ নানা বিধিনিষেধ আরোপ করেছেন এবং রমজানের পবিত্রতা বজায় রাখতে অনুরোধ করেন। সেই সাথে পুরো রমজান মাস মোবাইল কোর্ট পরিচালনা করার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply