অষ্টগ্রাম প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মাউশি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট এন্ড রিডিং স্কিলস এ্যামাং সেকেন্ডেরি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪মার্চ) সকাল ১১টায় মিঠামইন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহীদ এর সভাপতিত্বে কর্মসূচির মনিটরিং অফিসার মাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রভাষক তাফসিয়া জাহান নার্গিস,উপজেলা শিক্ষা অফিসার শহীদ উল্লাহ প্রমুখসহ কর্মসূচির টিম ম্যানেজার আবু বক্কার লিটন, উপজেলা বিভিন্ন মাঠ্যমিক স্থরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও লাইব্রেরীর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ।
জানা যায়-শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও পাঠদাতা, লাইব্রেরী ব্যবস্থা, দেশের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, সর্বোপরি পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষে ২০২৩ সালে দেশের ১৫০০০ মাধ্যমিক স্থরের শিক্ষা প্রতিষ্ঠানকে এ কর্মসূচির অর্ন্তরভূক্ত করা হয়েছে।
Leave a Reply