অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন-অর-রশীদ, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোর্শেদ জামান বিপিএম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: উমর খসরু, সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এর আগে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী ও কর্মের উপর বিশদ আলোচনা ও সাংকৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্য্যালয়, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পভুক্ত স্কুলে স্ব স্ব উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
Leave a Reply