তাড়াইল প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন উপলক্ষে মজলিসে শুরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ) সকালে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এর আগে বৃহস্পতিবার বিকালে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে ২০২৩-২৪ সাংগঠনিক সেশনের জন্য মাওলানা আজিজুর রহমান সভাপতি ও মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন সাধারণ সম্পাদক পুননির্বাচিত হন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্।
কমিটির অন্যান্যরা হলেন- মাওলানা মজিবুর রহমান, হাফেজ মরুফ বিল্লাহ্, মাওলানা আবু তাহের ও হাফেজ আবদুল্লাহ্ সহসভাপতি, মাওলানা আনিসুর রহমান সহসাধারণ সম্পাদক, মাওলানা মোস্তফা সাংগঠনিক সম্পাদক, মাওলানা সোহাইল আহমাদ বায়তুলমাল সম্পাদক, মাওলানা এনামুল হক ওলামা বিষয়ক সম্পাদক, মাওলানা গোলাম মোস্তফা শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক, ফখরুদ্দীন আহমাদ তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক, মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, হাফেজ মো. জাকির হোসাইন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা জাহাঙ্গীর হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলী এমদাদ খান নাজমুল শ্রম বিষয়ক সম্পাদক, মিসেস এমদাদ মহিলা বিষয়ক সম্পাদিকা, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা শফিউল্লাহ্, মাওলানা ইলিয়াছ হোসাইন নির্বাহী সদস্য।
এছাড়া শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান, মাওলানা আবদুর রহমান ও মাওলানা আবদুল হাইকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
Leave a Reply