শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ থেকেঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এমপি লিপি।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৭ টায় কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
পরে একই সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার),জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ৷
এরপর সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৮ টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সেখানে তিনি জন্মবার্ষিকীর র্যালিসহ উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ৷
উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কেটে এবং দোয়া মাহফিলের আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ৷
Leave a Reply