নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা হচ্ছে।
আসছে আগামী (২২ মার্চ) এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিষয়টি হাওর টাইমস’কে নিশ্চিত করেছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশিদ। তিনি জানান, অষ্টগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে। আর ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ আরও ৩৩টি পরিবারকে ঘর দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশিদ আরও বলেন,‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় অষ্টগ্রাম উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে ভূমিহীন-গৃহহীন বাছাই করে পুনর্বাসন করা হয়েছে।
ইউএনও অষ্টগ্রাম আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সব বিষয় নিয়ে উপজেলার সব জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। পরে কোনো ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবার পাওয়া গেলে তাদেরও দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে খাসজমি নির্বাচন করে পুনর্বাসন করা হবে।
Leave a Reply