কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ মাজেদ আলী (৪৫) নামে এক শারীরীক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
রোববার (১৯ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের ছেলে শাকিল হোসেন জানান, ১০ বছর আগে সড়ক দূর্ঘটনায় তার বাবা পঙ্গু হয়ে ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করেন। উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ফুটপাথের উপর অস্থায়ী পান বিড়ির দোকান দিয়ে কোনরকমে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার দিবাগত রাতে তিনি তার নিজের শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার অনেক বেলা অব্দি ঘুম থেকে না ওঠায় তারা ডাকাডাকি শুরু করেন। সারা না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের চালার বাঁশের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে থানা পুলিশে খবর দেয়া হলে থানার এসআই সুজন খান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এসআই জানান, বিভিন্ন এনজিওর ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। প্রায় ১০ মাস আগে তার স্ত্রী সোনাভান বিবিও (৪০) এভাবে আত্মহত্যা করেছিলেন।
মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply