এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘদিনের বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২০মার্চ) সকালে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী মৌজায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট জুলহাস হোসেন সৌরভ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ওই অভিযানে ভৈরব থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পযন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেদখল হওয়া ১২শতক সরকারি খাস ভূমি উদ্ধার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জানান, উপজেলা মানিকদী মৌজার ১২ শতক খাস জমি দীর্ঘদিন ধরে বেদখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়। ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করি। সরকারি খাস জমি উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply