অষ্টগ্রাম প্রতিনিধিঃ
মুজিববর্ষের ঘোষণার অংশ হিসাবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের অষ্টগ্রামকে ভূমিহীন-গৃহহীন উপজেলা ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে বুধবার (২২ মার্চ) সকাল ১১ টায় এ ঘোষণা দেন।
অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্স প্রদর্শনীর আয়োজন এবং এ উপলক্ষে যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-অষ্টগ্রাম উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত করার লক্ষ্যে প্রকল্পের আওতায় ১ম, ২য়, ৩য় পর্যায়ে ৮৯টি এবং চতুর্থ পর্যায়ে ৩৩ টি সহ মোট ১২২টি ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেয়া হয়।
Leave a Reply