অষ্টগ্রাম প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ করা হয় ।
সোমবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসানুল জাহীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ৬জন করে ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে এ স্মার্ট ট্যাব তুলে দেওয়া হয়।
জানা যায়-গত গণশুমারী ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাবগুলো অব্যবহৃত না রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক এবং ২০৪১ লক্ষ্য মাত্রা অর্জনে দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে সেগুলো বিতরণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। সে মোতাবেক দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে। তাই অষ্টগ্রাম উপজেলায়ও ট্যাবগুলো অব্যবহৃত না রেখে শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।
Leave a Reply