মো.নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ স্কাউটস অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় ফুড ব্যাংকে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউট সম্পাদক সাইফুদ্দিন লিচুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা স্কাউটস এর উপদেষ্টা শহিদুল ইসলাম জেমস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম ও অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা নাছিমা আক্তার রীতা।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অষ্টগ্রাম হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুল আবছার।
উক্ত ইফতার মাহফিলে উপজেলা স্কাউট নেতৃবৃন্দসহ স্কাউটের সকল সদস্যগণ উপস্থিত। ইফতার মাহফিল শেষে চারজনকে মেডেল অফ মেরিট ও একজনকে ন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়।
Leave a Reply