রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) সংগঠন রায়পুরা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭এপ্রিল) উপজেলার ফুডভ্যালি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম বাবু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য রিয়াদ আহামেদ সরকার।
বিশেষ অতিথি ছিলেন অব: মেজর বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। আরও ছিলেন অবঃ সার্জেন্ট মো মাছুমুর রহমান খন্দকার, হানিফ মিয়া, অবঃ সার্জেন্ট এম এ জামান, উপজেলা মুক্তাযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম, অবঃ সুবেদার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিকসান, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, অবঃ সেনা সদস্য মাহবুবুল আলম লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস প্রমুখ।
এছাড়াও ছিলেন দুই শতাধিক জেলা উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ রাজনৈতিক নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সকল বক্তারা উক্ত সংগঠনের বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
পরে দোয়া মাহফিল শেষে ইফতারে অংশ নেন তিন শতাধিক মানুষ।
Leave a Reply