বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরের হাবেলীতে হযরত মোহাম্মদ (সাঃ) দৌহিত্র ইমাম হাসান (রা) জন্মদিন উপলক্ষে ১৬১তম মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় অষ্টগ্রাম হাবেলী বাড়ি প্রাঙ্গণে ১৪৪১তম জন্মদিন আয়োজন করেন, হাবেলীর চতুর্থ প্রজন্ম সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও গদিনশীনরা।
আরবী তৃতীয় হিজরীর ১৫ রমজান খলিফা হযরত আলী (রা) ও হযরত ফাতিমা (রা) জৈষ্ঠ সন্তান হযরত হাসান (রা) জন্ম গ্রহণ করেন। ৭ এপ্রিল (১৫ রমজান) হযরত হাসান (রাঃ) ১৪৪১তম জন্মদিন পালিত হয়েছে অষ্টগ্রাম হাবেলী বাড়িতে।
সুত্র জানা যায়, ভাটির ওলি খ্যাত সৈয়দ আব্দুল করিম আল-হোসাইনী চিশতি উরফে সৈয়দ আলাই মিয়া (রহঃ) ১৬১বছর আগে ইমাম হাসান (রাঃ) জন্মদিন পালন শুরু করেন। পরে, বংশ পরম্পরায় সৈয়দ আব্দুল হকীম আল-হোসাইনী চিশতি (রহঃ), সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল-হুসাইন চিশতি (রহঃ) ও তাদের বর্তমান প্রজন্ম প্রতি বছর ১৫ রমজান এই জন্মদিন পালন করছেন।
অষ্টগ্রাম হাবেলীর চতুর্থ প্রজন্মের সন্তান ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, নবী মোহাম্মদ (সাঃ) দৌহিত্র ইমাম হাসান (রাঃ) শুভ জন্মদিন আমরা বংশপরম্পরায় ১৬১ বছরে ধরে পালন করছি। এই দিন নিয়মিত মিলাদ মাহফিল, হামদ্ নাত ও ইফতার আয়োজন করা হয়।
Leave a Reply