এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে ৮০০ এতিম ও বিধবা পরিবারের মাঝে ইফতার সমাগ্রী বিতরণ করেছে কাতার চ্যারেটি ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস।
আজ শুক্রবার সকাল ১০টায় হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার ও জোবায়দা ওয়াজির শিশু সদনের ৮ শত এতিম পরিবারের প্রত্যেকের হাতে ২৫ কেজি চাউল, ৫ লিটার তৈল, ৩ কেজি ছোলা, ৩ কেজি মুশুরি ডাল, ৩ কেজি খেজুর, ২ কেজি চিনি, ১ কেজি লবন মোট ৪২ কেজি ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় অতিথি হিসেবে এতিমদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন কাতার চ্যারেটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টও ডাঃ আমিন হাফিজ ওমর, হাজী আসমত আলী এতিম শিশু বালিকা পরিবারের প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী, কাতার চ্যারেটি বাংলাদেশের প্রজেক্ট ইনচার্জ মো.জসীম উদ্দিন, গ্রীন সার্কেল ফাউন্ডেশনের নাজমুল হোসেম কাউসার, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শহীদুল্লাহ্, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মজিবুর রহমান,(প্রজেক্ট ইনচার্জ-দক্ষতা উন্নয়ন বিভাগ) ইকরাম বক্স প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা অভিনেতা সাইদুর রহমান বাবলু।
Leave a Reply