1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার

হবিগঞ্জে ইফতার বিতরন করলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৬৭ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হবিগঞ্জে নববর্ষ উদযাপনে ২ঘন্টা ব্যাপী রোজাদার মুসল্লী, পথচারী, অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের লোকজনের মাঝে ইফতার প্যাকেট বিতরন করেছে ।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৪ ঘটিকা হতে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ইফতার পুর্ব পর্যন্ত সময় ধরে বিতরন কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল।
এ সময় তিনি বলেন “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মহোদয়ের নির্দেশক্রমে ও সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে আজ শুক্রবার সিলেট রেঞ্জের সকল জেলায় ইফতার বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে ও এ উদ্যোগ নেয়া হয়েছে। রোজাদার পথচারী ও ঘরেফেরা মানুষ যারা সময়মতো ইফতার করতে পারেনা, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। তিনি আরও বলেন “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে, আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে। আমাদের অফিসের রাস্তা দিয়ে চলাচলকারী সকল পথচারী যারা সারাদিন রোজা রেখে বিভিন্ন কাজে ব্যস্ত থেকে বাড়িতে ফিরে যাচ্ছেন, কিন্তু অনেকেই হয়তো সময়ের অভাবে ইফতার করতে পারবেন না তাদের কষ্টের কথা মাথায় রেখে আমরা এ আয়োজন করেছি।
এ ছাড়াও দরিদ্র পথশিশু কিংবা খেটে খাওয়া মানুষ যারা প্রতিদিনের ইফতার জোগাড় করতে হিমশিম খায় তারাও এর দ্বারা উপকৃত হবেন।” ইতিপূর্বে ঢাকার বঙ্গবাজারে স্মারণকালের যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল, সেখানে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের মাঝে বিনামূ্ল্যে ইফতার বিতরণ করেছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীকেও সহায়তা করেছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মানুষের সেবায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সার্কেল এ্যাডজুটেন্ট শুভাশিষ চক্রবর্তী, জেলা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST