কুমিল্লা প্রতিনিধিঃ
বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লা’র উদ্যোগে গরীব, দুঃস্ত, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল তিনটায় জেলা পরিষদ (পুরাতন ভবনে) বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লা’র উদ্যোগে এবং বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সভাপতি-অধ্যাপক ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে গরীব, দুঃস্ত, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা জজ মোঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (আলম) ও অর্থ সম্পাদক হাকীম মোঃ আজিজুর রহমান মোল্লাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply