নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা রায়টুটি ইউনিয়নের গোয়াড়া গ্রামে ঈদুল ফিতরের দিনে ইব্রাহিম হত্যার আসামি গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে তার গ্রামবাসী ও আত্নীয়রা।
মানববন্ধনে নিহত ইব্রাহিমের পরিবারের দাবি খুনি তালুকদার বংশের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন তাদের পরিবার। খোজ নিয়ে জানা যায় ইতিপূর্বে
পুলিশের উপর হামলা মামলার এজাহার ভুক্ত আসামি দুইজন ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামী যার মামলা নং (০৫ তারিখ ১৯-১২-২০২০)।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা এলাকায় ঈদুল ফিতরের দিনে নিহত ইব্রাহিমের নির্মম হত্যাকান্ডের দ্রুত আসামি গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিততের আত্নীয়স্বজন ও এলাকাবাসী।
ইব্রাহিম হত্যার সরজমিন অনুসন্ধানে জানা যায়,বাড়ির সামনে মোবাইলে গান বাজানো কেউ বা বলছে কেরাম খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি নিয়ে এই হত্যা কান্ডের সুত্রপাত। তর্ক বিতর্কের কারণে সাতদিন পর্যন্ত ইব্রাহিমের পরিবারসহ আত্নীয়স্বজনকে গৃহবন্দী করে রাখে ধনু তালুকদারের পরিবারের লোকজন । স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা বিষয়টি মীমাংসা করার জন্য ধনু তালুকদারের পরিবারের লোকজনকে অনুরোধ করলেও তারা তা মীমাংসা করেনি।হত্যা কান্ডের আনুমানিক ৪/৫ মাস আগে তর্কাতর্কি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঈদের নামাজ শেষে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। যাবার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ধনু মিয়ার ছেলে ও তার আত্মীয়রা ইব্রাহিমকে মারধর করে। মার খেয়ে আহত অবস্থায় শ্বশুরবাড়িতে কিছুক্ষণ অবস্থান করে পরে অন্য রাস্তায় ফিরছিলেন ইব্রাহিম । কিন্তু সেখানেও তাকে হামলা করে এবং বল্লম দিয়ে ঘা দিলে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
এই ঘটনায় ইটনা থানায় নিহত ইব্রাহিমের মা ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যাহার নং ০৬ তারিখ ২৪-৪-২০২৩।
রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিল্কি বাবু ইব্রাহিম হত্যা সন্পর্কে সাংবাদিকদের জানান এ হত্যা কান্ডটি অবশ্যই চরম নিন্দনীয়।আমি জরুরি ভিত্তিতে এই হত্যাকাণ্ড সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।
ইব্রাহিম হত্যা মামলার তদন্ত অফিসার ওসি তদন্ত আহসান হাবীব জানান,আসামি গ্রেফতারে অভিযান চলছে। একজন গ্রেফতার হয়েছে অন্যদেরও অতিদ্রুত গ্রেফতার করা হবে।
Leave a Reply