বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরে ২ কোটি ৭৪ লাখ ৭৭হাজার ৪০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট সভায় সভাপ্রধান ছিলেন ইউপি চেয়ারম্যান, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনীষা আহমেদ।
ইউপি সুত্র জানায়, সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও স্থানীয় গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন ইউপি সচিব মোঃ বোরহান উদ্দিন।
এবার অষ্টগ্রাম সদর ইউনিয়নে যোগাযোগ, স্বাস্থ্য, পানি সরবরাহ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নকে প্রাধান্য দিয়ে ২ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেট সমাপনি বক্তব্যে চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ‘সবাই মিলে গড়ি ইউনিয়ন’ এগিয়ে যেতে হবে। চাহিদা ও প্রাপ্তির সমন্বয়ে সবাই মিলে, আধুনিক অষ্টগ্রাম ইউনিয়ন বির্নিমাণ এবং মানসম্পন্ন নাগরিক সেবা দিয়ে মানুষের সেবায় নিবেদিত আমরা।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এস এম শাহীন, ঠিকাদার মোহাম্মদ রাকিব হাসান খান, বনিক সমিতির সভাপতি রাজিব আহমেদ হেলু, সাংবাদিক অজিত দত্ত প্রমুখ।
Leave a Reply