নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ চুরি যাওয়া ৫টি গরু উদ্ধারসহ ২ আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৯ মে) দুপুর সোয়া ১৩ টায় কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ একটি বিশেষ টিম ও নেত্রকোণা জেলার মদন থানা পুলিশ যৌথ তথ্য-প্রযুক্তির সহায়তায়
ইটনা থানার রায়টুটি ইউনিয়নের রাজী গ্রামের জনৈক এরশাদ মিয়ার চুরি যাওয়া ৫ টি গরু উদ্ধারসহ চুরির সাথে সংশ্লিষ্ট দুই জনকে নেত্রকোনা জেলার মদন থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
চুরি যাওয়া উদ্ধারকৃত একটি কালো রঙের বড় বকনা গাভী, একটি লাল রঙের বড় দেশি গাভী, একটি লাল রঙের সিন্ধী বড় বকনা গাভী, একটি কালো রঙের অস্ট্রেলিয়ান বড় বকনা গাভী এবং একটি লাল রঙের সিন্ধী বড় বকনা বাছুর।
গ্রেফতারকৃতরা হলো জেলার তাড়াইল উপজেলার উত্তর ধলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোঃ হাসেম আলী (৫০) ও একই গ্রামের মোঃ সলতু মিয়ার ছেলে
মোঃ হুমায়ুন মিয়া (২১)।
ইটনা থানাধীন রায়টুটি ইউনিয়নের দক্ষিন রাজী গ্রামের মৃত হাজী আঃ রশিদের ছেলে এরশাদ মিয়া দুপুর অনুমান ২.৩০ ঘটিকায় নিজ বসত বাড়ির পাশে হাওরের খোলা মাঠে উদ্ধারকৃত পাঁচটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে আসেন।সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় প্রতিদিনের ন্যায় নির্ধারিত স্থানে গিয়ে না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করেন। অনেক খোঁজা-খুঁজি করেও না পেয়ে বুঝতে পারেন দুপুর অনুমান ২.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৬.১৫ ঘটিকার মধ্য সময়ে তার উল্লেখিত পাঁচটি গরু চুরি যায়।
এ ঘটনায় জনৈক এরশাদ মিয়া বাদী হয়ে ইটনা থানায় একটি মামলা (মামলা নং- ৩, তারিখ- ০৯-০৫-২০২৩ খ্রি:, ধারা- 379/411 The Penal Code-1860) দায়ের করেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)’র নির্দেশে ঘটনার পর পরই ইটনা থানা পুলিশ বিভিন্ন এলাকায় ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা মামলার সংঘটিত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে বলে জানা যায়।
Leave a Reply