নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকাল ৪ টায় হোসেনপুরের জিনারী ইউনিয়ন পরিষদের সামনে হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো: মঞ্জুরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে, ২০২৩ খ্রিঃ অনুষ্ঠানে ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে স্থানীয় বিভিন্ন অপরাধ এবং অপরাধসমূহের প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে কার্যকর আলোচনা করা হয়।
Leave a Reply