বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস। জাতীয় শিক্ষা সপ্তাহে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ বিভাগে উপজেলা কমিটি তাকে নির্বাচিত করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ কমিটি এই পুরস্কার ঘোষণা করে।
সুত্র জানায়, মার্চ ২০০৮সালে দেবেশ চন্দ্র দাস অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদেন। ২৫ ফেব্রুয়ারি ২০১৬ সালে বিদ্যালয়টি সরকারি ঘোষণা হয়।
এর আগে তিনি সেপ্টেম্বর ১৯৯১হতে মার্চ ২০০৮ পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের মোহনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেন।
তিনি যোগদানের পর থেকেই বিদ্যালয়টি সরকারিকরণ, পাঠাদানের পাশাপাশি বিদ্যালয়ের সহ-পাঠ্যক্রমে সাফল্য বয়ে আনে। ব্যাক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। স্ত্রী গৃহিনী।
প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস বলেন, আমি সর্বসময় চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে। ভালো কাজের স্বীকৃতি বা পুরস্কার পেলে, পেশাগত দক্ষতা যেমন শাণিত হয়, তেমনি দায়িত্বও বাড়িয়ে দেয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
Leave a Reply