বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চলতি বোরো মৌসুমে অভ্যান্তরীণ বোরোধান সংগ্রহ শুরু করছে উপজেলা খাদ্য বিভাগ। ৩০টাকা কেজি দরে দুই হাজার ৩৪১মেট্রিক টন বোরোধান কেনা হবে।
বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
উপজেলা খাদ্য বিভাগ সুত্র জানায়, চলতি বোরো মৌসুমে ইটনা উপজেলার নয়টি ইউনিয়নের কৃষকের নিকট হতে ২ হাজার ৩৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত প্রতি কৃষক ১২শত টাকা মণ (৩০ টাকা কেজি) করে সর্বোচ্চ দুই মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, সদর ইউপি কৃষক লীগের সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ।
খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল এস ডি ওসি) মোঃ আল আমীন জানান, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার এই ধান সংগ্রহ অভিযান শুরু করেছে। হয়রানি ছাড়া কৃষকরা যেন সহজে গুদামে ধান দিতে পারে সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করি।
Leave a Reply