নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের সদর উপজেলার উত্তরকুড়েরপাড় এলাকায় বোনের বাড়িতে আপন ভাইয়ের হামলা-অগ্নিসংযোগ ও লুটপাট অভিযোগে মামলা হয়েছে।
এলাকাবাসি ও মামলা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তরকুড়েরপাড় এলাকার রস্তম আলীর পুত্র আক্কাছ আলীর লোকজন নিমা, ফাতেমা গংরা ১২ মে তারিখে সকালে বোন নাছিমার বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নীসংযোগ করে। নগদ একলক্ষ টাকা লুটপাট করে। সেই সাথে ঐ দিন রাতেই আক্কাছ আলী গংরা নাছিমার বাড়িতে অগ্নি সংযোগ করে ঘরবাড়ি পুড়িয়েছে বলে জানান সোহেল, হাজী মোঃ মমিন সহ এলাকাবাসি।
এ ছাড়াও হাজী মোঃ চমির উদ্দিন বলেন, ভূক্তভোগী নাছিমা তার বোন রহিমার কাছ থেকে ১৩ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘড় নির্মান করে থাকলে সেখান থেকেও আক্কাছ আলি গংরা বাড়িঘরে ভাংচুর করে তাড়িয়ে দেয়।
এ সব বিষয়ে এলাকায় সরজমিন অনুসন্ধান করতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আক্কাস আলী প্রকৃত পক্ষে একজন ভূমিদস্যু। এর আগেও এ রকম বহু কর্মকান্ডসহ প্রতারনার অভিযোগ রয়েছে। একই জায়গা আগে পিতার কাছ থেকে গোপনে দলিল নিয়ে পরে আবারও পিতার মাধ্যমে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে। গ্রাম্য সালিশ কিংবা দেন দরবার সে কোন পরোয়া করে না। এভাবেই সে তার উপরোক্ত কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানা যায়।
সর্বোপরি আপন মায়ের পেটের বোনের সাথেও এই সমস্ত জাল-জালিয়াতি করে ইতিপূর্বেও নাছিমাকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল ভাই আক্কাস আলী বলেও জানা যায়।
উক্ত ঘটনায় নাছিমা বাদি হয়ে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহনকারী আদালত নং-১ এ একটি পিটিশান দাখিল করে যাহার নং – ১৯৭/২৩।
এ বিষয়ে অভিযুক্ত আক্কাছ আলীকে তার বিরোদ্ধে অভিযোগের বিষয়ে ফোন দিয়েও পাওয়া যায়নি।
Leave a Reply