বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের জেলে পল্লীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি পরিবারের ১০টি বসতঘর, ২টি খেড়ের স্তুপ, স্বর্ণালংকার ও নগদ টাকা। ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগ নেতা।
রোববার (২৮ মে) সকালে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম গ্রাম দাসপাড়ায় এই দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলে পল্লীর একটি বসতঘরে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানায়, ইটনা ফায়ার সার্ভিস। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে, ৮টি পরিবারের ১০টি বসত ঘর, ২টি খড়ের স্তুপ, নগদ টাকা, আসবাবপত্র ও খাদ্য সামগ্রী আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।
পরে, দুপুরে ইটনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান ইমারত, ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে ৫০কেজি করে চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইটনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, দুইটি ইউনিটের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি।
Leave a Reply