মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
ভৈরব পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নতুন কর আরোপ ছাড়াই ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে পৌর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কোন কর আরোপ ছাড়াই এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হেসেন বেনু এই অর্থ বছরের ৭৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫১লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৪ লাখ ৫২হাজার ৪৬৩ টাকা। পানি সরবরাহ শাখা থেকে ১ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৬২১টাকা। এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার ৮০৬ টাকা। বাজেট অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে কুকুর নিধন, মশক নিধন, বীরমুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থানে আলাদা স্থান নির্ধারণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন, পৌরসভায় চলাচলকারী পরিবহনের ভাড়া নির্ধারণ করে তালিকা তৈরী করে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড টানানো, চালকদের প্রশিক্ষণ, যত্রতত্র স্প্রিটব্যাকার নিরসন সহ নানা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিন, দৈনিক কালের কন্ঠ ও বৈশাখী টেলিভিশন এর প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, সাপ্তাহিক অবলম্বন বার্তা সম্পাদক শামীম আহমেদ ও এশিয়া টিভির প্রতিনিধি আলহাজ্ব সজিব আহমেদ প্রমূখ।
প্রশ্নের উত্তরে পৌর মেয়র ইফতেখার হেসেন বেনু , বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি জানিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রস্তাবিত বাজেট পেশ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্যানেল মেয়র মমিনুল হক রাজু,পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক নির্বাহী প্রকৌশলী মোঃ বাদশা আলমগীর, সহকারী প্রকৌশলী শাহজাহান মিয়া,বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান।
এ সময় ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply