অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভাটির উপজেলা অষ্টগ্রামের ঐতিহ্যবাহী বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়কে বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজে উন্নীত করা হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত হাওরের অবহেলিত জনগোষ্ঠীর দোরগোড়ায় উচ্চশিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ মাধ্যমিক স্তরের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করেন।
জানা যায়-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক পত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে একাদশ শ্রেণীতে পাঠদানের প্রাথমিক অনুমতি প্রদান করেন।
প্রতিষ্ঠান প্রধান হরিচরণ দাস জানান- ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখায় দুর্গম হাওড়ে নানা প্রতিকূলতার মাঝেও যুগোপযোগী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। ইতিমধ্যে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
আধুনিক শিক্ষার পাশাপাশি কু-কারিকুলার কর্মকাণ্ডেও বিদ্যালয়টির যথেষ্ট সুনাম রয়েছে। বিদ্যালয়টিকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করায় সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply