কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
জেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২২ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলার সম্প্রসারিত কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তালুকদার।
বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আ.সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার প্রমুখ।
সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এ ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা গুরত্বপুর্ন বলে সেমিনারে তুলে ধরা হয়। এছাড়াও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মাট নাগরিক ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, সাংবাদিক,এনজিও প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply