মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
সামাজিক সংগঠন “মানব কল্যাণে ভৈরব” এর আয়োজনে ভৈরব পৌর এলাকার জোবায়দা ওয়াজির এতিমখানায় শতাধিক এতিমদের জন্য মৌসুমি ফল উৎসবের আয়োজন করে সংগঠনটি।
শুক্রবার (২৩ জুন) বাদ আসর এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ফল উংসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রকিবুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা শেখ ইসহাক। সংক্ষিপ্ত আলোচনায় সাধারণ সম্পাদক ইকবাল ফারাবী বলেন এতিমদের জন্য কিছু করতে পারলে মনে শান্তি লাগে, আত্মতৃপ্তিবোধ হয়। আমরা সব সময় এই এতিমদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সভাপতি তার বক্তব্যে বলেন ভৈরবে আলোচিত এক সংগঠনের নাম মানব কল্যাণে ভৈরব, আমি এই সংগঠনের মাধ্যমে সারাজীবন মানুষের খেদমত করে যাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন,সমাজ সেবক জিল্লুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তাহরিমা আফরিন শাওন, সাংস্কৃতিক সম্পাদক কলি আক্তার, মরিয়ম খানম, অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক হাফেজ মুশাররফ হোসাইন প্রমুখ।
উল্লেখ্য যে সংগঠনটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশ কটি সেবামূলক প্রোগ্রাম করার কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply