নিউজ ডেক্সঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জ তথা ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলার আপাময় জনগন ও দলীয় নেতাকর্মী সমর্থকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাড.ফজলুর রহমান। এসময় তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
আজ বুধবার (২৮ জুন) এক শুভেচ্ছা বার্তায় ফজলুর রহমান বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব সবার মধ্যে গড়ে তোলে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, পরমতসহিষ্ণুতা ও সম্প্রীতি। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা সবার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগনের গণতান্ত্রিক অধিকার এবং নির্দলীয় সরকারের অধীনে ভোট। সেই সাথে একটি প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক, মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান। পাশাপাশি মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার মাধ্যমে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলায় সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সর্বোপরি সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার ত্যাগের শিক্ষার প্রতিফলন হোক ঈদ শুভেচ্ছায় এই কামনা করি।
পরিশেষে তিনি প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply