নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশী মুসলিম ভাই-বোনদের ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান প্রভুর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা । যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। হযরত ইব্রাহীম (আ.)’র সুন্নত অনুসরণ করেই সারা বিশ্বের মুসলমানরা চন্দ্র মাসের ১০ই জিলহজ কোরবানি দিয়ে থাকেন। হযরত ইব্রাহীম (আ.)’র আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এই প্রচলন।
হযরত ইবরাহিম (আ.) তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নিয়ে অনন্য ত্যাগের নিদর্শন স্থাপন করে গেছেন। আল্লাহর নির্দেশেই তিনি হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন মক্কার মরু প্রান্তরে। মহান আল্লাহ হযরত ইবরাহিম (আ.)-এর সংকল্পের দৃঢ়তা দেখে তার কোরবানি কবুল করেন এবং ইসমাইল (আ.)-এর স্থলে একটি দুম্বা কোরবানি মঞ্জুর করেন। সেই থেকে গোটা মুসলিম জাহানে আজও চলে আসছে কোরবানির এই ধারা। এর ভেতর দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের দিকে অগ্রসর হয় মুসলিম জাতি।
কোরবানীর এই ত্যাগ ও শিক্ষার ঐতিহ্যকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি জেল- জুলুম ও বিভিন্ন ভাবে নির্যানতের শিকার পরিবারগুলোর কথা স্বরণ করে বলেন ঈদের দিন ওই পরিবারগুলোর প্রিয়জনদের জন্য যে কষ্ট ও বেদনা অনুভব করেন তা শুধু ভুক্তভোগিরা বলতে পারবেন। মহান আল্লাহ্ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
পরিশেষে তিনি প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদ মোবারক ।
Leave a Reply