শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে এতিম শিশু ও ছিন্নমূল মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খাবার বিতরন করেন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
আজ শনিবার (১ জুলাই) দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা)’র অডিটোরিয়ামে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ৯৯ জন এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার ব্যবস্থা করা হয় ৷ এ সময় তিনি নিজে থেকে শিশুদের খোঁজখবর নেন এবং খাবার বিতরণ করেন৷
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, সরকারি শিশু পরিবার (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক আয়েশা রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদা খানম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান আহমেদসহ ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
এর আগে তিনি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে অসহায় ছিন্নমূল শতাধিক মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ৷
Leave a Reply