নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম বলেছেন, সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য প্রস্তুত হউন, এই সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। কাজেই তত্ত্বাবধারক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। এই দাবী এখন দেশের ৯০ ভাগ মানুষের দাবী।
শনিবার (১ জুলাই) বিকেলে কুলিয়াচর উপজেলা বিএনপি কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শরীফুল আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গর্ববোধ করেন উন্নয়নের রোডম্যাপ নিয়ে। তিনি বলেন রেমিট্যান্স বাড়ছে। অথচ বাংলাদেশে আজ একটি শিশু জন্মাচ্ছে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেই দেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ একদফা আন্দোলন গড়ে তুলতে হবে।
Leave a Reply