বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এ তিন উপজেলার হাওর এলাকার মানুষ বিগত ১০ বছর ধরে নিজ বাসভুমে এক প্রকার জিম্মি অবস্থায় পরাধীন জীবন-যাপন করছেন। গায়েবী মামলা, অত্যাচার ও নির্যাতনে জর্জরিত বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে হাওর এলাকাকে এক আতংকের জনপদে পরিণত করা হয়েছে।
তিনি সোমবার (৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণসংযোগ, পথসভায় বাধা, হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তার, গায়েবি মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ।
গত ১ জুলাই অষ্টগ্রামে বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা চালানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হামলার সময় বিএনপির ছয়জন নেতা-কর্মী আটকসহ পরে গায়েবি মামলা দায়র করে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রতি ইঙ্গিত করে বলেন, উনার কারণে অত্যাচার ও নির্যাতনের কারণে হাওর এলাকা যেন রাষ্ট্রের মধ্যেই আরেকটি রাষ্ট্র। সেই রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি হচ্ছে একটি পরিবার। প্রশাসনযন্ত্র থেকে শুরু করে সবকিছুই পরিবারটির নিয়ন্ত্রনে।
অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দাবী করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড,উম্মে কুলসুম রেখা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ মোঃ সাইফুল্লাহ (ভিপিসোহেল), সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক,ভিপি বাহারসহ জেলা-উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply