নিজস্ব প্রতিনিধিঃ
আবারও কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন অষ্টগ্রামের ইউএনও মোঃ হারুন-অর-রশিদ।
২০২২-২৩ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের জন্য তিনি জেলায় শীর্ষস্থান অধিকার করেন। জেলা প্রশাসন কিশোরগঞ্জ হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, অষ্টগ্রামের ইউএনও বিগত অর্থ বছরে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি (১৫০%) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
উল্লেখ্য যে, ২০২২-২৩ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ মাসের মধ্যে জেলায় ৮ বার শ্রেষ্ঠ হয়ে রেকর্ড অর্জন করেছেন অষ্টগ্রাম উপজেলা। অষ্টগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়নই বিগত ১ বছরে ১ বার করে জেলায় শ্রেষ্ঠ হয়েছে। তন্মধ্যে দেওঘর ইউনিয়ন জেলায় ২ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
ইতিপূর্বে বিগত বছরে ইউএনও মোঃ হারুন-অর-রশিদ হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা অর্জনে বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষায় কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ার গৌরবও অর্জন করেছেন। এদিকে পুনরায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ার জন্য মোঃ হারুন-অর- রশিদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Leave a Reply