বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সৈয়দ আব্দুন নঈম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খানঠাকুর দিঘীরপাড় একাদশ চ্যাম্পিয়ন হয়।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে সদর ইউনিয়নের হাবেলি পাড়া মাঠে ফাইনাল খেলার আয়োজন করে ‘হাবেলি পাড়া তরুণ যুব সংঘ’।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
তিনি এসময় বলেন, ছাত্র ও তরুণদের শারিরীক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সামাজে সুষ্ঠু বিনোদন চর্চার অন্যতম মাধ্যম এই ফুটবল প্রতিযোগিতা। সবাই মিলে সুষ্ঠু বিনোদনের ধারা বেগবান করতে হবে।
অষ্টগ্রাম সদর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও সম্ভ্রান্ত হাবেলি বাড়ির সন্তান সৈয়দ আব্দুন নঈমের নামে, সম্প্রতি সৈয়দ আব্দুন নঈম স্মৃতি মিনি ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। ছাত্র ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখি ও সুষ্ঠুধারার বিনোদনের জন্য ‘হাবেলি পাড়া তরুণ যুব সংঘ’ এই প্রতিযোগিতার আয়োজন করে।
‘খানঠাকুর দিঘীরপাড় একাদশ ও রায়পাড়া ফুটবল একাদশে’র মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply