মুহাম্মদ কাইসার হামিদ,বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে দরশন সিনেমা হলে বাংলা ছায়াছবি ”প্রিয়তমা’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে ।
সরেজমিনে শনিবার (৮জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ডে দরশন সিনেমা হলে গিয়ে দেখা যায়, দূর দূরান্ত থেকে বাস, সিএনজি, অটোরিকশা ও ট্রেনযোগে আসা শত শত নারী-পুরুষ ‘প্রিয়তমা’ দেখতে ভিড় জমিয়েছেন। ব্যাপক সারা জাগানো এ ছবিটি নিয়ে ইতি মধ্যে হৈ চৈ শুরু হয়ে গেছে।
এবার দর্শক চাহিদার তুঙ্গে ‘প্রিয়তমা’ দেখতে হলমুখী দর্শক সিনেমার সুদিনের আভাস দিচ্ছে। চলচ্চিত্র ঘিরে দর্শকদের এমন উম্মাদনা বেশ আশা জাগিয়েছে চলচিত্র নির্মাতা সংশ্লিষ্টসহ হল মালিকদের। অনেকেই মনে করছেন বাংলা চলচ্চিত্রের ফের সুদিন ফিরছে। ঈদের পাশাপাশি সারা বছর এমন মানসম্মত ছবি চাচ্ছে দর্শকরা।
দরশন সিনেমা হল মালিক ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্জয় দরশন পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, বেদের মেয়ে জোসনা’র পর এবার দর্শকদের মন কেড়ে নিয়েছে ‘প্রিয়তমা’ ছবিটি। দরশন সিনেমা হলে ‘প্রিয়তমা’ ছবিটি আরো দুই সপ্তাহ চলবে। তিনি সিনেমা প্রেমীদের স্বপরিবারে ‘প্রিয়তমা’ দেখার আমন্ত্রণ জানান।
প্রয়াত ফারুক হোসেন এর গল্পে হিমেল আশরাফ এর পরিচালনায় সারা জাগানো “প্রিয়তমা” ছবিটি মুক্তি পায় গত ২৯ জুন ঈদুল আজহা’র দিন। এ ছবিতে ঠোঁটে জ্বলন্ত সিগারেট, ঘাড় ছোঁয়া চুল, পোড় খাওয়া চোখ মুখ ত্যাক্ত বিরক্ত বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি।
জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়াল প্রেমীদের কাছে তিনি জনপ্রিয়।
‘প্রিয়তমা’র মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে নেমে আবারো দর্শকদের মন কেড়ে নিয়েছে শাকিব খান।
এছাড়া ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেন লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, শিবা শানু, ডন, ইমতু রাতিশসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া লিমিটেড।
Leave a Reply