নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুলাই) রাত সোয়া একটায় ৬ (ছয়)
কেজি গাঁজাসহ পাকুন্দিয়া থানার পুটিয়া বটতলা বাজার মোড় এলাকায় মো. আরমান হোসেন (২১) কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করে।
আটক মো. আরমান হোসেন (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মহেশপুর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে গ্রেফতার করে নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ০০.১৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মো. আরমান হোসেন (২১) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। ধৃত মো. আরমান হোসেন (২১) এর এহেন কর্মে বিভিন্ন স্কুল- কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply