কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ১০টি উপজেলায় নদীতীর প্রতিরক্ষা কাজ, ওয়েড প্রটেকশন এবং খাল পুনঃখনন প্রকল্প এর আওতায় ছাতিরচর গ্রামে ১৪০০ মিটার স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জের বাস্থবায়নে ও অর্থায়নে স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,পিপিএম-বার,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ জিল্লুর রহমান,নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা (জনি),নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, নিকলী উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ রিয়াজুল হক আয়াজ,ছাতিরচর ইউনিয়ন পরিষদ শামসুজ্জামান চৌধুরী ইয়ার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ ও প্রকল্প পরিচালক।
সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান।
Leave a Reply