ইটনা প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে কিশোরগঞ্জের ইটনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মৎস্য অফিস মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাওড়ে পোনা মাছ অবমুক্ত করে পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উসমান মিয়া, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম, জয়সিদ্ধি ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী ঈসমাইল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর প্রমুখ।
পরে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস।
Leave a Reply