1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

ভৈরবে পৌর বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ভৈরবপুর উত্তরপাড়ায় (স্টেডিয়াম পাড়া) পৌর বিল্ডিং কোড অমান্য করে অবৈধ ভাবে ইমারত (ভবন) নির্মাণ করার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে।

এ ঘটনায় ইমারত বিধিমালা ১৯৯৬ এর পরিপহ্নী উল্লেখ্য করে গত ৪ জুলাই, ২০২৩খ্রি. ভৈরব পৌর মেয়র স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয় অভিযুক্ত ভবন মালিক ডাক্তার মো: ফরহাদ আহমেদকে।

উক্ত নোটিশে, অবৈধভাবে ইমারত নির্মাণ করায় উক্ত নির্মাণ কাজটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এবং তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত ভবন মালিক স্ব-শরীরে পৌরসভায় উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। অন্যতায় ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬এর পৌরসভার আইন ২০০৯এর ৩৬ ও ৩৭নং ধারা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। যাহার স্মারক:৪৬.৩০.৪৮১১.০৫০.০১.০৩২.১৭-৩৪৩/১ (৬)।

আইন অনুযায়ী ভূমির সীমানা থেকে ৫ফুট জায়গা খালি রেখে স্থাপনা নির্মাণের শর্ত থাকলেও তা তারা মানেননি। বরং বিল্ডিংয়ে উত্তর সাইটে দ্বিতীয় তলা থেকে অন্তত আড়াই ফুট বাড়ানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ডাঃ ফরহাদ আহমেদের নির্মাণাধীন ভবনটির সামনের দিকটি সড়ক ও জনপদ বিভাগের কয়েক ফুট জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন।

এঘটনার প্রতিকার চেয়ে পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন পাশ্ববর্তী জায়গার মালিক মেসার্স মালা ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো: জামাল উদ্দীন বাবু। তিনি অভিযোগ করে বলেন, আমি ৬ মাস আগে জায়গাটি ক্রয় করি। আমার পাশে হলো ডা: ইসরাত জাহান হসপিটাল করার জন্য বিল্ডিং নির্মাণ করতেছে। বিল্ডিংয়ের পিলারের ব্যাজমেন্ট নিচ দিয়ে আমার জায়গায় ঢুকে পড়েছে। পৌর বিল্ডিং কোড অমান্য করে উপর দিয়েও আড়াই ফুট বাড়িয়ে ফেলে। ডা: ফরহাদের সাথে সরাসরি ও ফোনে বেশ কয়েকবার কথা হয়েছে আইন মেনে যেন বিল্ডিং তৈরি করার জন্য , পরবর্তীতে যেন কোন ঝামেলা না হয়। কিন্তু তিনি কোন কিছুই মানেননি। আমাকে না জানিয়ে আমার সীমানা পিলারও এদিক সেদিক করেছে।

এছাড়াও সামনে দিয়ে সড়ক ও জনপদের কয়েক ফুট জায়গা দখল করে নিয়ে বিল্ডিং করেছে বলে মনে হচ্ছে। আমি এ ঘটনার প্রতিকার চেয়ে পৌর সভাকে লিখিত অভিযোগ দিয়েছি। সঠিক সমাধনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট জোর দাবি জানান ভুক্তভোগী।

অভিযুক্ত ভবন মালিক ডা: মো: ফরহাদ আহমেদ বলেন, এ বিষয়ে পৌর সভায় অভিযোগ করেছিলো। সেই অভিযোগের ভিত্তিতে মেয়র মহোদয় একজন ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন বিল্ডিংটি দেখার জন্য অভিযোগকারীর সীমানার কোন অংশে গেছে কিনা। ইঞ্জিনিয়ার বিল্ডিং দেখে মেয়র মহোদয় বরাবর রিপোর্টও দিয়েছে কোন অসুবিধা নাই, যতেষ্ট পরিমান ভিতরে রয়েছে। তারপর পৌরসভা থেকে বলছে যেহেতু সমস্যা নাই আপনারা কাজ করেন।

দ্বিতীয় তলায় গিয়ে সামান্য বাড়িয়েছি, বাড়ানোর পরও আমার আরো দেড় ফুট জায়গা ফাঁকা আছে। তিনি বলেন, আমি আমার নিজের জায়গায় বিল্ডিং করতেছি। পৌরসভার ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে। কিছুলোক আমাকে হয়রানি করার জন্য অহেতুক অভিযোগ ও অপপ্রচার করছেন।

ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, এটা নিয়ে বিরাট একটি সমস্যা সৃষ্টি হয়েছে। ডা: ফরহাদ বলছে তার নিজের জায়গায় বিল্ডিং করছে, যারা অভিযোগ দিয়েছে তারা বলছে তাদের জায়গায় ব্যাজমেন্ট পিলার ঢুকে গেছে। আগামী রবিবার আমি নিজে গিয়ে দেখে, তারপর একটি সুন্দর সমাধান করে দিবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST