মোঃ খসরু মিয়া,বাজিতপুর প্রতিনিধিঃ
কিশোরঞ্জের বাজিতপুরে সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল মাষ্টারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
গত বছরের আজকের এই দিনে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকাৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
আব্দুল আওয়াল মাষ্টার বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল-মনসুর রিপনের বাবা।
অসাধারণ প্রতিভার অধিকারী ও ধর্মপরায়ণ আব্দুল আওয়াল মাষ্টার ছিলেন বন্ধুবৎসল,সামাজিক এবং একজন স্বাধীনচেতা মানুষ। তাঁর সহধর্মিণী মিসেস রোকেয়া আওয়ালও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন গুণী শিক্ষিকা ছিলেন।
উল্লেখ্য,আব্দুল আওয়াল মাস্টার ভৈরবের স্বনামধন্য কে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত অবস্থায় অবসরে যান। তিনি বাজিতপুর উপজেলার নাজিরুল ইসলাম কলোজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এবং সরারচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষকতা জীবনে তিনি বেশ কয়েকবার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যদের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিতার কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply